ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৩:৩২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ। বৃহস্পতিবার তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন, কোভিড-১৯ পরীক্ষায় আমার ফল পজিটিভ এসেছে, আমি ভালো আছি। আইসোলেশনে থেকে আমি কাজ করে যাবো। তিনি আরো বলেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।

টুইটারে পোস্ট করা ভিডিওতে ৫৩ বছর বয়সী আনেজ বলেছেন, আরেকটি পরীক্ষার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

মাত্র কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দক্ষিণ আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে কোভিড-১৯ এ আক্রান্ত হলেন আনেজ। গত মঙ্গলবার করোনা পজিটিভ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর।

সম্প্রতি আনেজের মন্ত্রিপরিষদের চার জন করোনায় আক্রান্ত হন। প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে তাদের অনেকের পজিটিভ হওয়ায় আমি পরীক্ষা করাই এবং আমারও পজিটিভ হয়েছে।

সাধারণ নির্বাচন হতে আর দুই মাসও বাকি নেই। এরই মধ্যে বলিভিয়ার অন্তর্বর্তীকালীন নেতার অসুস্থতা বড় ধাক্কা। মহামারির কারণে সেপ্টেম্বরের নির্বাচন হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন আনেজ।

উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪২ হাজারের বেশি। মারা গেছে ১ হাজার ৫শ জন।

-জেডসি