ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ২২:৪৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেপালে ভূমিধসে নিহত বেড়ে ৫৪

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে গত তিনদিনেই নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন। এরইমধ্যে রবিবার মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

জানা গেছে, গত তিনদিনে ব্যাপক বৃষ্টিপাতের ফলে নেপালের ১৯টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে।

সরকারিভাবে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সম্ভব হচ্ছে না। এদিকে বৃষ্টির ফলে হওয়া ভূমিধসের কারণে গত তিনদিনে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার সাতজনের মৃত্যু হয়েছে মায়াগদি, দু’জনের জাজারকোট ও একজনের সিন্ধুপালচক জেলায়। এছাড়া পূর্ব প্রান্তে অবস্থিত শঙ্খুওয়াসাভা জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে আটটি বাড়ি নদীর পানিতে ভেসে গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১১ জন।

এ প্রসঙ্গে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ৭২ ঘণ্টায় নেপালের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৩৯ জন। পাশাপাশি ৪০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, নেপালে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মাঝে ভূমিধস ও বন্যা হয়ে থাকে।

-জেডসি