ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৩:৫৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডা. সাবরিনা তিন দিনের রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

ডা. সাবরিনা তিন দিনের রিমাণ্ডে

ডা. সাবরিনা তিন দিনের রিমাণ্ডে

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে আটক জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফকে তিন দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে মহানগর হাকিম শাহিনুর রহমান তার এই রিমান্ড মঞ্জুর করেন।

সকালে আদালতে উপস্থাপন করে পুলিশ চার দিনের রিমাণ্ড দেয়ার জন্য আবেদন করে। পরে আদালত সাবরিনা আরিফের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করে।

গতকাল রোববার তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করার কথা জানায় পুলিশ।

গতকালই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সাবরিনাকে বরখাস্ত করার অফিস আদেশ জারি করা হয়।

রোববার তাকে তলব করে জিজ্ঞাসাবাদের পর তেজগাঁও সার্কেলের অতিরিক্ত কমিশনার মাহমুদ খান সাবরিনা আরিফের গ্রেফতারের খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, জেকেজি'র প্রধান নির্বাহী ও তার (সাবরিনা আরিফের) স্বামীকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে। ঐ একই মামলায় তাকেও গ্রেফতার করা হয়।

মাহমুদ খান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ তলব করে এবং জিজ্ঞাসাবাদ শেষে মামলার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় সাবরিনাকে গ্রেফতার দেখানো হয়।

করোনাভাইরাস পরীক্ষা করার অনুমোদন থাকলেও পরীক্ষা না করে ভুয়া ফলাফল দেয়ার অভিযোগে ২৩ জুন জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারিকে গ্রেফতার করা হয়েছে।