ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১২:৩৯:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রাপ্তবয়স্ক নারীদের আলাদা বসবাস অপরাধ নয়: সৌদি আদালত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাপ্তবয়স্ক সুস্থ কোনো সৌদি আরবের নারী যদি অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ করে থাকে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ নয় বলে রিয়াদের একটি আদালত সোমবার এক রুলে এই কথা জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

একজন তরুণী তার পরিবারকে চিঠিতে জানিয়েছিল, স্বাধীনতা ভোগ করার জন্য আলাদা বাড়িতে থাকতে চান তিনি। এই ঘটনায় আদালতে যায় ওই তরুণীর পরিবার। ওই মামলার শুনানির পর এই রুল জারি করেন বিচারক।

একজন সরকারি কৌঁসুলি ওই তরুণীর পরিবারের হয়ে একটি মামলা দায়ের করলে তা খারিজ করে দেন আদালত। ওই নারীর আইনজীবী আব্দুল-রহমান আল-লাহিম এ কথা জানিয়েছেন।

সৌদি গেজেটকে তিনি বলেন, নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পুনরাবৃত্তি করায় এবং তার বাবার অনুমতি ছাড়া রিয়াদে ভ্রমণ করায় ওই তরুণীর সাজার আবেদন জানান সরকারি কৌঁসুলি। তবে আদালত বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ নয়।

অন্য একটি বাড়িতে স্বাধীনতা ভোগ শাস্তিযোগ্য অপরাধ নয় বলে এসময় মন্তব্য করেন আদালত। মামলা খারিজ করে দিয়ে আদালত বলেন, বিবাদী একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ নারী। সে কোথায় থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে তার।

-জেডসি