ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ১৭:১৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জামালপুরের ৭ উপজেলায় ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

জামালপুরের ৭ উপজেলায় ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা

জামালপুরের ৭ উপজেলায় ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা

পাহাড়ি ঢল ও অতি বর্ষণে জামালপুরে যমুনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বুধবার দুপুরে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।  দ্বিতীয় দফার বন্যায় জেলার সাতটি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

পানিবন্দী মানুষ পরিবার পরিজন ও গৃহপালিত গরু-ছাগল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। বন্যাকবলিত লোকজনের আশ্রয়ের জন্য খোলা হয়েছে ৫১টি আশ্রয় কেন্দ্র। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বানভাসীদের পানিবাহিত রোগ দেখা দেওয়ায় ৩৯টি মেডিকেল টিম কাজ করছে বন্যা দুর্গত এলাকায়।

ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পানি বৃদ্ধি প্রথম দফার রেকর্ড ভেঙেছে। সর্বত্রই এখন পানি। কোথাও শুকনো জায়গা নেই। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, রাস্তা-ঘাটসহ ঘরবাড়ি তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। ঘরবাড়ি ছেড়ে মানুষ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে। এসব এলাকায় এখন তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।