ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৭:২২:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুজিব বর্ষে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

মুজিব বর্ষে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মুজিব বর্ষে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন এ প্রতিপাধ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপনের কর্মসূচির অংশ হিসাবে সাবেক আইন মন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. আবদুল মতিন খসরু এম পি রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিডিও কর্নফারেন্স এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও কুমিল্ল¬া সামাজিক বন বিভাগ এর আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হাজী মোস্তফা ছরোয়ার খান, যুগ্ম-আহবায়ক মনিরুল হক, ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহাম্মদ সবুজ, আলী হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতারা।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া সিদ্দিক বাসসকে বলেন, আজ থেকে ব্রাক্ষণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের প্রায় ২ হাজার গাছের চারা আনুষ্ঠানিকভাবে রোপন করা শুরু হলো। উপজেলার প্রতিটি উন্নয়নের এই যারা পর্যায়ভাবে লাগানো হবে।