ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৯:২৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মারা গেলেন অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৫টা ৪০ মিনিটে কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক গোলাম রহমান গত ২৯ মে থেকে স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও গৃহকর্মীসহ পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ওই সময় তার স্ত্রীকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল।

নাঈম আরা হোসেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত ১৯ জুলাই তার অবস্থার অবনতি হলে আবারো তাকে আইসিইউতে নেয়া হয়। আজ ভোর ৫টা ৪০ মিনিটে নঈম আরা মারা যান।

 

-জেডসি