ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ২০:০৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর ‘গুজব’

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর ‘গুজব’

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর ‘গুজব’

করোনাভাইরাসের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কোরবানির ঈদের পর খুলে দেওয়া হচ্ছে বলে ফেসবুকে যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে উড়িয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদটি গুজব।

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করা হচ্ছে- ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।’

শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সাথে সাথেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে জানানো হয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ড নেই।