ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:২৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জামিন পেলেন সানির মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আক্তারকে জামিন দিলেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় জামিন পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান তার জামিন দেন।

সানির মা নার্গিস আক্তারের আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে তৃতীয় মামলা করেন তার ‘কথিত’ স্ত্রী নাসরিন সুলতানা।