ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৩:১৫:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাসা থেকে কর্মচারিদের কাজের মেয়াদ বাড়ালো গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

বাসা থেকে কর্মচারিদের কাজের মেয়াদ বাড়ালো গুগল

বাসা থেকে কর্মচারিদের কাজের মেয়াদ বাড়ালো গুগল

চলমান মহামারির কারণে টেক জায়ান্ট গুগল তাদের বেশির ভাগ কর্মীদের বাসা থেকে কাজ করার সময় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাড়িয়েছে। গুগল সোমবার এ তথ্য জানায়।

গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই ইমেইলে কর্মীদের বলেছেন, ‘পরিকল্পনা এগিয়ে নিতে বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণে আমাদের কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাসায় থেকে কাজ করবেন, এ সময়ে তাদের অফিসে আসতে হবে না।’

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জনায়, বিশ্বব্যাপী গুগলের দুই লাখ কর্মীর বাসায় থেকে কাজ করার আগের সময় সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত। এখন এই সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

এই সিদ্ধান্তে স্বাভাবিক সময়ের মতো কর্মীদের অফিসে ফেরায় মহামারির ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় অন্যান্য টেক ফার্ম ও বৃহৎ প্রতিষ্ঠান বাসায় থেকে কাজ করার মেয়াদ বৃদ্ধির ব্যপারে একই ধরণের পদক্ষেপ নিতে পারে।