আগামীকাল সাকিবের বোনের বিয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩ মে ২০১৭ বুধবার
আগামীকাল (৪ মে) বৃহস্পতিবার বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন রিতুর বিয়ে।
বর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্যার ভাইয়ের ছেলে সাইফ। এ উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে ব্যাপক আয়োজন করা হয়েছে।
তবে সাকিবের নিজ জেলা মাগুরার কেউ বিষয়টি জানে না। ছোট বোন রিতুর বিয়ের কারণেই ইংল্যান্ডের ফ্লাইট ধরে ঢাকায় আসছেন ক্রিকেটার সাকিব। অবশ্য এ খবর তার বাবা মাশরুর রেজা বা মা শিরিনের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
তবে সাকিব আল হাসানের ছোট মামা বাবলুর রহমান জানান, রিতুর বিয়ে উপলক্ষে সকালে তিনি পরিবারের অন্যদের নিয়ে ঢাকায় আসবেন। ভাগ্নির জামাইকে এখন পর্যন্ত তিনি দেখেননি। বিয়েতে ঢাকায় গেলেই দেখা হবে। তাই জামাই সাইফ সম্পর্কে রিতুর মামা বাবলু বেশি কিছু জানাতে পারেননি। অবশ্য হবু বর সাইফ ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিলেন বলেও জানান তিনি।
