ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২২:৩৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের জন্য পাঠালেন গ্রেটা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

কিশোরী গ্রেটা থানবার্গ।

কিশোরী গ্রেটা থানবার্গ।

বাংলাদেশ ও ভারতের বন্যাদুর্গতের সাহায্য করার জন্য একলাখ ইউরো দিয়েছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সাড়া জাগানো অধিকারকর্মী কিশোরী গ্রেটা থানবার্গ।

চলতি মাসে পাওয়া ‘গুলবেনক্যিয়া প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কার থেকে সুইডিশ কিশোরী এই অর্থের সংস্থান করেছেন। খবর বিডিনিউজের।

বুধবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার্তের জন্য ব্যয় করতে বাংলাদেশ ও ভারতের দুটি করে চারটি সংস্থা সমপরিমাণ অর্থ পাবে। ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য ব্র্যাকের সঙ্গে রয়েছে এ্যাকশনএইড বাংলাদেশ, এ্যাকশনএইড ইন্ডিয়া ও পরিবেশবাদী সংগঠন ‘গুঞ্জ’।

চলমান বন্যায় বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত করেছে এবং প্রায় ২৮ লাখ মানুষ এখন ক্ষতিগ্রস্ত। মৌসুমি বন্যায় ভারতে এ পর্যন্ত ১১৩ জন মারা গেছে এবং প্রায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।

সূত্র মতে, চলতি মাসের ২০ তারিখে ‘গুলবেনক্যিয়া প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কার পান গ্রেটা। যার অর্থমূল্য ছিল ১০ লাখ ইউরো।

এই অর্থ পুরোটাই গ্রেটা থুনবার্গ ফাউন্ডেশন জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করা দাতব্য প্রতিষ্ঠান ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষত ‘গ্লোবাল সাউথে’ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করবে।

গ্রেটা টিনটিন ইলেওনোরা এর্নম্যান থুনবার্গ সুইডিস স্কুল শিক্ষার্থী। তিনি ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন। তখন থেকে তিনি জলবায়ু কর্মী হিসেবে পরিচিতি পান।

থুনবার্গ সোজাসোজি কথা বলার জন্য পরিচিত। সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সমাবেশে তিনি ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

গ্রেটা থুনবের্গ ২০০৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন।