ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৩:২০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত হবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

কাল রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত হবে

কাল রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত হবে

আগামীকাল শনিবার দেশে উদযাপিত ঈদুল আজহা। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের জামাত পড়তে হবে মসজিদে। কোলাকুলি করা যাবে না, করা যাবে না হ্যান্ডশেকও। মানতে হবে স্বাস্থ্যবিধি।

আগামীকাল সকালে ঈদুল আজহার প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এবার ছয়টি জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। সকাল ৭টা ৫০ মিনিটে, ৮টা ৪৫ মিনিটে, ৯টা ৩৫ মিনিটে, ১০টা ৩০ মিনিটে এবং ১১টা ১০ মিনিটে ধারাবাহিকভাবে পরের পাঁচটি জামাত হবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

জাতীয় ঈদগাহে এবারও জামাত অনুষ্ঠিত হবে না। এমনকি শোলাকিয়াও অনুষ্ঠিত হবে না ঈদুল আজহার নামাজ।

ঢাকার কোথায় কখন ঈদের জামাত-

রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সকাল ৮টা এবং সকাল ১০টায় ঈদের তিনটি জামাত হবে।

মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত হবে- সকাল ৭টায়, সকাল ৮টায় এবং ৮টা ৪৫ মিনিটে।

সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা মসজিদ এবং ধানমণ্ডি ঈদগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

পুরান ঢাকা তারা মসজিদ, বংশাল বড় মসজিদ, নিমতলী ছাতা জামে মসজিদ, নাজিরা বাজার আহলে হাদিস মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং সকাল সাড়ে ৮টায় দুটি করে ঈদের জামাত হবে।

চকবাজার জামে মসজিদ, যাত্রাবাড়ী মারকাজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং লাল শাহী মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ হবে।

ধানমণ্ডি তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, ধানমণ্ডির বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি করে জামাত হবে।