ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ১৬:৪২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মায় ভাঙন, শিমুলিয়া ফেরিঘাট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১ আগস্ট ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিমুলিয়া ফেরিঘাট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার সন্ধ‌্যার পর ফেরিঘাট বন্ধের ঘোষণা দিয়ে বিকল্প নৌরুট ব‌্যবহারের অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ।

বিষয়টি নিশ্চত করেছেন শিমুলিয়া ফেরিঘাটের ব‌্যবস্থাপক শাফায়েত আহম্মেদ।

তিনি জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে পদ্মাসেতুর কনস্ট্রাকশান ইয়ার্ডের কিছু অংশ। সে সময় বেশ কিছু মালামাল নদীতে ডুবে যায়। এ কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফেরি সার্ভিস কখন স্বাভাবিক হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

-জেডসি