ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১:৪৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১ আগস্ট ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারো। তিনি ছাড়াও বলসোনারো সরকারের আরো এক মন্ত্রীর করোনা ধরা পড়েছে। এর আগে জুলাই মাসের প্রথমে প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হন। সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে ফার্স্ট লেডির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়।খবর সিএনএনের।

বিবৃতিতে জানানো হয়, ফার্স্ট লেডি মিশেল বলসোনারোর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার স্বাস্থ্য এখন ভালো আছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ম্যাক্রস পোন্টেস জানিয়েছেন, তিনিও করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে বোলসোনারো সরকারের পাঁচ জন মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এখন পর্যন্ত ২৬ লাখ ১৩ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৩৭৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ২৪ হাজার ৯৫ জন।

-জেডসি