ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১০:৪৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বান্দরবানে উদযাপিত হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

বান্দরবানে উদযাপিত হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা

বান্দরবানে উদযাপিত হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা

বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহা মানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এ ত্রি-স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ সম্প্রদায়।

আজ সোমবার সকালে শত শত ভক্তের পদচারণায় মুখরিত বান্দরবানের বিহারগুলো। স্বাস্থ্যবিধি মেনে সমবেত প্রার্থনায় মিলিত হয়েছেন ভক্তরা।

বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন, বুদ্ধ মূুর্তি স্মানসহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসরন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার।