শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে প্রজম্মগত বিপর্যয়ের মুখে বিশ্ব: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১২ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাবিশ্ব এক ‘প্রজন্মগত বিপর্যয়ের’ মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের এই মহাসচিব মনে করেন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিরাপদভাবে ফিরিয়ে নেওয়াই হবে এখনকার শীর্ষ অগ্রাধিকার।
গুতেরেজ আরো বলেন, জুলাইয়ের মাঝামাঝি নাগাদ ১৬০টি দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর কারণে প্রায় ১০০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে, অন্তত চার কোটি শিশুর জীবন থেকে প্রি-স্কুল হারিয়ে গেছে।
জাতসংঘ মহাসচিব বলেন, এছাড়া মহামারী শুরুর আগেই ২৫ কোটির বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। আর উন্নয়নশীলে দেশের মাত্র চতুর্থাংশ শিক্ষার্থীর মৌলিক দক্ষতা অর্জিত হয়েছে।
তিনি আরোও বলেন, ‘এখন আমরা মুখোমুখি হয়েছি এক প্রজন্মগত বিপর্যয়ের, যেটা না বলা মানবিক সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে, কয়েক দশকের প্রগতিকে নস্যাৎ করে দিতে পারে এবং সমাজে প্রোথিত অসমতা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।’
করোনা পুরোপুরি নির্মূল না হওয়ার আগেই যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশ স্কুল-কলেজ খোলা নিয়ে যখন তোড়জোর শুরু করেছে তখনই জাতিসংঘের পক্ষ থেকে এমন সর্তকবার্তা এলো।
-জেডসি
