ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৩:৩০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাওড়ে ঘুরতে গিয়ে নৌকাডুবি, দুই শিশুসহ নিহত ১৭

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে দুই শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।নিখোঁজ আছেন আরও ১ জন।

বুধবার বেলা সাড়ে ১১টায় উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে।নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

তারা হলেন- লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার(৭) নামের দুই বোন। তারা চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে।বাকিদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন মিনি মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে আসেন।পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনা ও হতাহতদের বিষয়ে নিশ্চিত করে ওসি রমিজুল হক বলেন, এখনো উদ্ধার কাজ চলছে।


-জেডসি