ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৫:০৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১০ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং হোম আইসোলেশনে আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে শুক্রবার সন্ধ্যায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।

শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার শেরপুরের ৬৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এবং এক নারীর দেহে করোনার সংক্রমণ ধরা পড়লেও অন্যদের ফলাফল নেগেটিভ এসেছে।

শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সুপারের করোনা পজেটিভ হলেও তিনি সুস্থ আছেন এবং হোম আইসোলেশনে রয়েছেন।