ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২৩:২৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার ভ্যাকসিন আংশিক কার্যকর হতে পারে: ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞা ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, অনুমোদিত একটি করোনা ভাইরাসের ভ্যাকসিন ৫০ থেকে ৬০ শতাংশ কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির একটি ওয়েবিনারে অংশ নিয়ে ফাউচি এমনটি বলেন।

ফাউচি বলেন, আমরা জানিনা এর কার্যক্ষমতা কেমন হবে। আমরা জানিনা এটা কি ৫০ শতাংশ দেবে না ৬০ শতাংশ। আমি চাই যে এটিতে যেন ৭৫ শতাংশের বেশি কার্যক্ষমতা থাকে।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৫০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মারা গতেছেন ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। করোনা ভাইরাস বিস্তার রোধে জারি করা লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭৩ বছরের মধ্যে জাতীয় প্রবৃদ্ধির দ্রুত পতন হয়েছে। বলা হচ্ছে, মহামন্দার পর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এটি সবচেয়ে বড় আঘাত।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে নভেম্বরে ৩ তারিখের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পাওয়া যাবে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন।

-জেডসি