ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৯:৫৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৬৪,৩৯৯, মৃত্যু ৮৬১

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রতিদিন করোনাভাইরাসে গড়ে ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। রীতিমতো কোভিড- ১৯ এর নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। টানা তিন দিন দেশটিতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের ওপরে রয়েছে। দ্য হিন্দুর রোববার সকালের লাইভ আপডেট অনুযায়ী, দেশটিতে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৯৩২ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ হাজার ৪৭৫ জন।

দেশটির স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৪ হাজার ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৬১ জন।

ভারতে প্রথম থেকেই করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটির সামনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। তবে মৃত্যুর হিসাবে এখন পর্যন্ত ভারতের অবস্থান পঞ্চম। অবশ্য দিন কয়েকের মধ্যে দেশটি ৪৬ হাজার মৃত্যু নিয়ে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যকে টপকে যাবে।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক করোনা শনাক্ত ১ কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ সাড়ে ২৯ হাজারের বেশি। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ২৭ লাখের বেশি মানুষ।

-জেডসি