ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ৭:৫৪:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ৮৬১ জনের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ৮৬১ জনের

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ৮৬১ জনের

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬১ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে ৬৪ হাজার ৩৯৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তথ্য অনুযায়ী- করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৫৩ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন মোট ৪৩ হাজার ৩৭৯ জন।
 
এদিকে আজ টানা দশমদিনের মতো একদিনে সর্বোচ্চ ৫০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

করোনা আক্রান্ত মোট ৬ লাখ ২৮ হাজার ৭৪৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া সংক্রমণ ও মৃত্যু দু’টি ক্ষেত্রেই এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৬৭ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। তামিলনাড়ুতে ৪,৮০৮, দিল্লিতে ৪,০৯৮, কর্নাটকে ৩,০৯১, গুজরাতে ২,৬২৮, উত্তরপ্রদেশে ২,০২৮, পশ্চিমবঙ্গে ২,০০৫ এবং অন্ধ্রপ্রদেশে ১,৯৩৯ জন করোনা আক্রান্তের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে।