ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১:৪৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার মাস্কের দাম যখন ১৫ লাখ ডলার!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

করোনার মাস্কের দাম যখন ১৫ লাখ ডলার!

করোনার মাস্কের দাম যখন ১৫ লাখ ডলার!

ইসরায়েলের এক অলংকার কোম্পানি তাদের দাবি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি করোনাভাইরাস মাস্ক তৈরি করছে। স্বর্ণ ও হীরা খচিত এ মাস্কের দাম পাক্কা ১৫ লাখ ডলার। খবর এপি।

নকশাবিদ আইজ্যাক লেভি জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী ১৮ ক্যারেটের সাদা স্বর্ণের মাস্কটিতে থাকছে ৩ হাজার ৬০০ সাদা ও কালো হীরা। আর মাস্কের যে মূল কাজ সে জন্য থাকছে উচ্চমানের এন৯৯ ফিল্টার ব্যবস্থা।

ইভেল কোম্পানির মালিক লেভি বলেন, ক্রেতার আরও দুটি দাবি ছিল। তা হালো মাস্কটি চলতি বছরের শেষ নাগাদ তৈরি সম্পন্ন করতে হবে আর এটি হতে হবে বিশ্বের সবচেয়ে দামি।

শেষ শর্তটি যে পূরণ করা সবচেয়ে সহজ তা জানাতেও ভুলেননি লেভি।

তিনি ক্রেতার পরিচয় প্রকাশ করতে রাজি হননি। শুধু জানিয়েছে ওই ব্যক্তি একজন চীনা ব্যবসায়ী এবং বাস করেন যুক্তরাষ্ট্রে।

প্রচলিত সার্জিক্যাল মাস্কের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি ওজনের অর্থাৎ ২৭০ গ্রামের এ মাস্ক যে নিয়মিতভাবে পরে রাখা যাবে না তা আর না বললেও চলে।

জেরুজালেমের কাছে নিজের প্রতিষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকালে লেভি হীরা খচিত আরও বেশকিছু মাস্ক দেখিয়েছেন।

লেভি বলেন, অর্থ দিয়ে হয়ত সবকিছু কেনা যায় না, তবে এ দিয়ে যদি খুব দাবি কোভিড-১৯ মাস্ক কেনা যায় তাহলে যে ব্যক্তি এটি পরতে এবং বাইরে হাঁটতে গিয়ে অন্যের মনোযোগ আকর্ষণ করতে চান তিনি এ মাস্ক নিয়ে নিশ্চয় খুশি হবেন।