ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১১:০১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টেস্ট ছাড়া অপারেশন, রোগীর পেটে গজ রেখে সেলাই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

পরীক্ষা ছাড়াই অপারেশন, রোগীর পেটে গজ রেখে সেলাই

পরীক্ষা ছাড়াই অপারেশন, রোগীর পেটে গজ রেখে সেলাই

পেটে ব্যথা নিয়ে এক রোগী ভর্তি হলে তাকে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটের সমস্যা মনে করে অপারেশন করেন চিকিৎসক।

শুধু তাই নয়, অপারেশনের পর ওই রোগীর পেটের মধ্যে গজ রেখেই সেলাই করে দেন। পরে আবারও অপারেশন করে রোগীর পেট থেকে তুলা ও গজ বের করা হয়েছে।

এ ঘটনায় রোগীর স্বজনরা রোববার দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।  ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলার ফেয়ার হসপিটালে।

অভিযুক্ত দুই চিকিৎসক হলেন ফেয়ার হসপিটালের ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন ও ডা. রাশেদ-উজ-জামান রাজিব। রোগীর ভাই তানজিদ সাফি অন্তর বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ১৩ এপ্রিল ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের তত্ত্বাবধানে ডা. রাশেদ-উজ-জামান রাজিব তার অপারেশন করেন। অপারেশনের পর পেটে গজ রেখেই সেলাই করেন ডা. রাজিব।