ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৩:৩২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৬২ হাজার, মৃত্যু ১০০৭

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রতিদিন করোনাভাইরাসে গড়ে ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। রীতিমতো কোভিড- ১৯ এর নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। টানা চার দিন দেশটিতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের ওপরে রয়েছে।

দেশটির স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৬৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে ১ হাজার ৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। ভারতে এই নিয়ে ৪৪ হাজার ৩৮৬ জন করোনায় মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৯৪৫। মোট আক্রান্তের প্রায় ৬৯ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৮৫৯ জন। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন।

করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটির সামনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল।

-জেডসি