রত্নাকে গাড়িচাপায় হত্যাকারী চালক ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
পর্বতারোহী রেশমা নাহার রত্না। পুরোনো ছবি
রাজধানীর সংসদ ভবন এলাকাধীন চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় পর্বতারোহী রেশমা নাহার রত্না মাইক্রোবাসের ধাক্কায় নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার চালক মো. নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন এ রিমান্ডের আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোবারক আলী এ রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি মামলার ঘটনাটি কোনো উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছিল কি না? এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি একেক সময় একেক ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে কালক্ষেপণ করছে। মামলার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্তের স্বার্থে দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিরণ) রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।
নাঈমের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছাইদুর রহমান (সাজু) বলেন, নাঈম ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনার সাথে জড়িতও না। গাড়ির রং, সময়ে মিল নাই। তারপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাদী যে গাড়ির কথা বলেছেন সেটা আসামির গাড়ি না। ঘটনা ঘটেছে ৮টা ৫৫ মিনিটে। আর আসামির গাড়ি ঘটনাস্থল অতিক্রম করেছে ৯টা ২ মিনিটে। তাই সে এই ঘটনার সঙ্গে জড়িত নন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত নাঈমের জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার নাঈমকে কাফরুল থানাধীন ইব্রাহিমপুর থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন রত্না। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রত্মার দুলাভাই মো. মনিরুজ্জামান একটি মামলা দায়ের করেন।
