চিলড্রেন'স হেভেনের উদ্যোগে ফ্রি চিকিৎসা প্রদান
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৮:১১ এএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার
টাঙ্গাইলের ধোপাকান্দি গ্রামে হাওর এলাকায় দু’শত শিশু ও তাদের আভিভাবকদের ফ্রি চিকিৎসা প্রদান করেছে বেসরকারি সংস্থা ‘চিলড্রেন্স হেভেন’। শুক্রবার (১১ আগষ্ট) কিউরিস-এর পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চিলড্রেন্স হেভেনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এস এম আল মাহমুদ, অর্থ সম্পাদক মাহমুদ ইমরান, অফিস সম্পাদক নাজমুল হুদা, রাইল্ড রিসোর্স সেক্রেটারি সুরাইয়া হেনা। এছাড়া চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.হৃদয়, ডা.আনিকা, ডা. রাইশা, ডা. ফারুক, ডা. রিফাত, ডা. বুশরা, ডা. জান্নাত, ডা. শামান্তা প্রমুখ।
