ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১১:২৬:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জনসাধারণের জন্য ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার সর্ব সাধারণের প্রয়োগের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ছাড়পত্র দিল রাশিয়া। গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের যৌথ উদ্যোগে তৈরি এই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের প্রয়োগের জন্য খুলে দেওয়া হল। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়।

এক বিবৃতির মাধ্যমে মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্মিত ‘গ্যাম-কোভিড-ভ্যাক’ স্পুটনিক ভি সবধরনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে উতরেছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন আশাপ্রকাশ করেন, আগামী কয়েকমাসের মধ্যেই বেশিরভাগ শহরবাসীর করোনা-টিকাগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। রুশ স্বাস্থ্যমন্ত্রকের আশা, শীঘ্রই, দেশের বিভিন্ন প্রান্তে এই ভ্যাকসিনের প্রথম ব্যাচ পৌঁছে যাবে।

গত ১১ অগাস্ট, বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন নথিভুক্ত করে রাশিয়া। চলতি মাসেই ভারতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। জানা গিয়েছে, চলতি মাস থেকেই ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ফিলিপিন্স এবং ব্রাজিলে ‘স্পুটনিক ভি’-এর ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। এই বছর অক্টোবর কিংবা নভেম্বরেই জানা যাবে ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল।

এরমধ্যেই, বিশ্বখ্যাত চিকিৎসা-সংক্রান্ত পত্রিকা ‘ল্যানসেট’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্পুটনিক ভি ভ্যাকসিন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। প্রথম দুই ধাপের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। ভ্যাকসিনের ডোজে মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভ্যাকসিনটি টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভাল। এই পর্যায়ে বহু মানুষের শরীরে ভ্যাকসিনটি দিয়ে দেখা গেছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোয়ালিটি টেস্টে পাশ করার পরে মেডিক্যাল ডিভাইস রেগুলেটরের অনুমতিও মিলেছে। তাই টিকার প্রথম ইউনিট বাজারে আনা হয়েছে।

এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সার্জি সোবায়ানিন আশা করছেন আগামী কয়েক মাসের মধ্যে শহরটির সকল বাসিন্দা ভ্যাকসিনের আওতায় আসবে।

-জেডসি