ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ১১:৪৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কমলা প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের অপমান হতো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন কমলা হ্যারিস। অবশ্য ৩ নভেম্বরের নির্বাচনে তিনি ডেমোক্রেটদের হয়ে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করছেন। এতে স্বস্তির নিশ্বাস ফেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমলা প্রথম নারী প্রেসিডেন্ট হলে তা আমেরিকার জন্য অপমানের হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নর্থ ক্যারোলিনায় একটি সমাবেশে দেওয়া বক্তব্যের শুরুতে প্রতিদ্বন্দ্বী বাইডেনকে আক্রমণ করেন ট্রাম্প, ‘খুব সহজেই বলে দেওয়া যায়, যদি বাইডেন জেতেন তাহলে চীন জিতবে। বিশ্ব ইতিহাসে আমরা যে বৃহত্তর অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলাম তা বন্ধ হয়ে গেছে চীনা প্লেগের কারণে এবং এখন আমরা এটা (অর্থনীতি) সচল করেছি।’

এরপরই কমলাকে নিয়ে মন্তব্য করেছেন এবারের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী, ‘লোকজন তাকে (কমলা হ্যারিস) পছন্দ করে না, কেউই না। তিনি কখনও যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন না। এটা হবে আমাদের দেশের জন্য অপমানের।’ কেন অপমানের হবে তা আর ব্যাখ্যা করেননি ট্রাম্প।

পরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, কেন চীন ও ‘দাঙ্গাবাজরা’ বাইডেনের জয় চায় তা পরিষ্কার। কারণ চীন জানে তার নীতি আমেরিকাকে পতনের দিকে নিয়ে যাবে। কমলাকে আক্রমণ করে ট্রাম্প আরও বলেন, ‘একটা মজার ব্যাপার হলো প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে তিনি ছিটকে যাওয়ার পরও বাইডেন তাকে রানিং মেট হিসেবে বাছাই করেছে। সাধারণ আপনি তাকেই নেবেন যে পোলে এগিয়ে থাকবে।’

-জেডসি