ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৮:৩২:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৩৪ প্রাণ। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৯২ জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ৩৪ হাজার ৭৬২ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ৬৬৮ জনের।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭৪৭টি। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী নয়জন।তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই লাখ ৩৬ হাজার ২৪ জন। ফলে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯৮ হাজার ৭৩৮ জন।

করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের পরই এখন বাংলাদেশ। উৎসস্থল চীনকে ছাড়িয়েছে দুটি দেশই। বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ফ্রান্স ও কানাডাকে পেছনে ফেলে ১৪তম। আর এশিয়ার ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তুরস্ক ও সৌদিকে পেছনে ফেলে তৃতীয়। এর আগে রয়েছে ভারত ও ইরান।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি