মা যে কিসের মায়া
ফারুক নওয়াজ
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত :
মা কি ভোরের পাখি, রোদের ঝিকিমিকি
নাকি স্বপ্নে পাওয়া সোনারঙের সিকি
নাকি চৈত্রদিনের বটের সবুজ ছায়া
নাকি জোছনারাতে মউল বনের মায়া?
মা কি সাঁঝের নদী; নীলচে ঢেউয়ের দোলা
নাকি দূরের বাঁশি সুরেতে মন-ভোলা
নাকি ঝিল্লি ডাকা জোনাক জ্বলা নিশি
নাকি শারদ-রাতের শিশির ভরা শিশি?
মা কি ঝাবুক পাতায় ইলিকঝিলিক হাওয়া
নাকি হাতের মুঠোয় শুকতারাটি পাওয়া
নাকি ডাহুক ডাকা আবেগ মাখা দুপুর
নাকি শ্রাবণবেলার বিষটি টাপুর-টুপুর?
মা কি চাঁদের পরী, জাদুর দেশের মেয়ে?
নাকি ঝরনাধারা; ঝরেই পাহাড় বেয়ে
নাকি তেপান্তরের রূপকাহিনীর রানী
নাকি জুঁই-চামেলি সাজানো ফুলদানি?
মা কি বুকের ভেতর লুকিয়ে থাকা পাখি?
নাকি স্নেহের সাজি সোহাগ মাখামাখি?
আহা কার সাথে যে মা’র তুলনা করি
মা যে কীসের মায়া... ভেবেই শুধু মরি!
