ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ২৩:১৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলে করোনায় মৃত্যু ১৩০,০০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার

ব্রাজিলে করোনায় মৃত্যু ১৩০,০০০ ছাড়াল

ব্রাজিলে করোনায় মৃত্যু ১৩০,০০০ ছাড়াল

ব্রাজিলে প্রাণঘাতি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা আজ শনিবার ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। দক্ষিণ আমেরিকায় করোনায় সবচেয়ে পর্তুদস্ত এ দেশে শেষ পর্যন্ত কোভিড-১৯ এর বিস্তার হ্রাসের ইঙ্গিতের সতর্ক আশা প্রকাশের পর দেশটির মৃতের এ সংখ্যা ছাড়াল। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে আসা ব্রাজিল এ মহামারি ভাইরাসে একবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৩০ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে প্রায় ৪৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিক থেকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ভারত ব্রাজিলের আগে রয়েছে।

গত সপ্তাহ জুড়েই ব্রাজিলে প্রতিদিন গড় মৃত্যু ছিল ৬৯৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।