ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২১:০২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দরিদ্র দম্পতিকে গরু ও টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

দরিদ্র দম্পতিকে গরু ও টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

দরিদ্র দম্পতিকে গরু ও টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

গরুর বদলে নিজেই ঘানি টেনে সরিষার তেল মাড়াই করে সংসার চালায় ছয়ফুল ইসলাম। সংবাদ মাধ্যমে এ তথ্য জেনে তাকে গরু ও নগদ টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের দরিদ্র কৃষক ছয়ফুল ইসলাম গত ২৫ বছর ধরে নিজেই তেলের ঘানি টেনে সংসার চালিয়ে আসছিলেন। কারণ এই কাজের জন্য ছয়ফুলের গরু কেনার আর্থিক ক্ষমতা ছিলনা।

এই কঠোর পরিশ্রমের কাজে স্ত্রী মোর্শেদা বেগম ছয়ফুলকে সহযোগিতা করেন। দিনে তাদের ৫ থেকে ৬ ঘন্টা এই কঠিন পরিশ্রম করতে হতো। এভাবেই দরিদ্র দম্পতিটি তাদের ৫ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের কয়েকটি জাতীয় ও অনলাইন পত্রিকায় গরুর বদলে ছয়ফুলের তেলের ঘানি টানার ছবিসহ তার অসহায়ত্বের এই সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে পড়লে তিনি তাদের একটি গরু উপহার দেন। তাছড়া ঘানি মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর গত বৃহস্পতিবার পরিবারটির কাছে একটি গরু এবং ১০ হাজার টাকা হস্তান্তর করেন।