ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৩:৫৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্র উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে দু’টি ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

একমাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও ফ্লোরিডা উপকূলের দিকে আবারো ধেয়ে আসছে দু’টি মৌসুমী ঝড়। মেক্সিকো উপসাগরে সৃষ্ট গ্রীষ্মমন্ডলীয় ঝড় স্যালি শিগগিরই হারিকেনে রূপ নিতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ঝড়ের কারণে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রশান্ত মহাসাগরে সৃষ্ট গ্রীষ্মমন্ডলীয় ঝড় পলেট রোববার রাতে বারমুডা-মিয়ামি উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মার্কিন হারিকেন পর্যবেক্ষণ কেন্দ্র।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্যালির প্রভাবে দেশটির উপসাগরীয় উপকূলে প্রবল বাতাসের পাশাপাশি আচমকা বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। স্যালির প্রভাবে উপসাগরীয় মধ্য উপকূলে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফ্লোরিডা লুইজিয়ানায় বন্যা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার ভূপৃষ্ঠে আঘাত হানতে পারে ঝড়টি। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ মাইল বেগে ঝড়ো হাওয়া নিয়ে আঘাত হানতে পারে স্যালি। এর শক্তি গত আগস্টে আঘাত হানা হারিকেন লরার মতো না হলেও ১২ ফুট উচ্চতার জলোচ্ছাস ডেকে আনতে পারে সেটি।

এদিকে, লুইজিয়ানার গভর্নর জন বেল ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি, আগের ঝড়ের ক্ষত মেটাতে ব্যস্ত স্থানীয়দের নতুন ঝড় এবং মহামারির ঝুঁকি বিষয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত মাসে হারিকেন লরা যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে প্রায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছিল। এর প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের শত শত তেল স্থাপনা।

-জেডসি