ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৩:৩৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও বেড়েছে সোনার দাম

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

আট দিনের ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বাড়ানো হয়েছে দুই হাজার টাকারও বেশি। বাড়তে বাড়তে চূড়ায় উঠে দুই দফা কমার পর গত ৯ সেপ্টেম্বর ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়ানোর পর বৃহস্পতিবার সেটি আরেক দফা বাড়ল। আজ শুক্রবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৭৬ হাজার ৪৫৭ টাকায় বিক্রি হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও নানাবিধ কারণে বর্তমানে দেশিয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ৫৫৫ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৭৬ হাজার ৪৫৭ টাকা। ২১ ক্যারেটের সোনার ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৫৬০ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি ৫৪ হাজার ২৩৭ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

এ ব্যাপারে বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চলতে শুরু করায় বর্তমানে প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার ভরি সোনা আসছে। সরবরাহ ভালো থাকলেও শুধু ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দুর্বল হওয়ায় সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।’