ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৫:২৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘন্টায় ৯৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ভারতে ২৪ ঘন্টায় ৯৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

ভারতে ২৪ ঘন্টায় ৯৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ হাজার ৪২৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে আজ শুক্রবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ১৪ হাজার ৬৭৭ জনে।

এছাড়া, দেশটিতে এক দিনে আরও ১ হাজার ১৭৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা পৌঁছেছে ৮৪ হাজার ৩৭২ জনে, খবর সিনহুয়া। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সুস্থ হয়ে ওঠায় এখন পর্যন্ত ৪১ লাখের বেশি রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) আজ জানায়, ভারতে এ পর্যন্ত ৬ কোটি ১৫ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ১০ লাখের বেশি মানুষের পরীক্ষা করা হয়।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে।