ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ১৩:৪৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৯৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৯৩ হাজার

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৯৩ হাজার

ভারতে আবারও একদিনে ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বারোশোরও বেশি মৃত্যু হয়েছে। লাগামছাড়া সংক্রমণে নাজেহাল দেশটি। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এবার ৫৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেল।

সংক্রমণ কমার লক্ষ্ণণই নেই। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ৩৩৭ জন নতুন করে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১২৪৭ জনের মৃত্যু হয়েছে।

গোটা দেশটিতে আজ শনিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩ লক্ষ ৮ হাজার ১৫ জন। এর মধ্যে করোনা অ্যাক্টিভ কেস ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৪টি। অর্থাৎ আজ সকাল পর্যন্ত ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ জন করোনামুক্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৬১৯।

গোটা ভারতের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রনালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৪৫ হাজার ৮৪০। মারাঠায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৩৫১।