ঢাকা, বুধবার ১৭, এপ্রিল ২০২৪ ৪:৩৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কতা সংকেত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কতা সংকেত

উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর এবং সৈয়দপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কিছু-কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা/মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া কোথাও-কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে অন্যস্থানে প্রবল অবস্থায় বিরাজ করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫ টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫ টা ৪৮ মিনিটে।