ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৪:৫১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় রেল প্রতিমন্ত্রীর মৃত্যু, আক্রান্ত ৫৭ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গারি (৬৫)। দেশটিতে ইতোমধ্যেই বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেও এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও বর্তমান সদস্যের মৃত্যু হল। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল (বুধবার) সন্ধ্যায় দিল্লির ‘এইমস’ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

এদিকে, ভারতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে গেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে প্রকাশ, এপর্যন্ত ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন কারোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন, ৯১ হাজার ১৪৯ জন করোনা রোগী। সরকারি সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৫০৮ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ১২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৪৬ লাখ ৭৪ হাজার ৯৮৭

জন চিকিৎসা ব্যবস্থা থেকে ছাড়া পেয়েছেন অথবা সুস্থ হয়েছেন। এরফলে বর্তমানে ৯ লাখ ৬৬ হাজার ৩৮২ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

করোনায় বর্তমানে সুস্থতার হার ৮১.৫৫ শতাংশ। গতকাল (বুধবার) ১১ লাখ ৫৬ হাজার ৫৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরফলে ওইদিন পর্যন্ত মোট ৮ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৩১ জনের করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।

অন্য এক পরিসংখ্যানে প্রকাশ, ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র চলতি সেপ্টেম্বর মাসেই এপর্যন্ত ২১ লাখ ১১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজার ৬৮০ জন করোনা রোগী। সারা দেশে গত ২ সেপ্টেম্বর থেকে একনাগাড়ে দৈনিক ১ হাজারেরও বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। দেশে ১ লাখ আক্রান্ত হতে ১১০ দিন সময় লাগলেও ২৩৮ দিনে ৫৭ লাখের বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে।

-জেডসি