ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৩:৫৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা থেকে সুরক্ষায় ফেস শিল্ড কার্যকর নয়: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে মাস্ক ও ফেস শিল্ড যেন পোশাকেরই অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে করোনা মোকাবেলায় ফেস শিল্ডে কোনও সুরক্ষা মেলে না বলেই দাবি করা হয়েছে জাপানের একটি গবেষণায়।

জাপানের সুপার কম্পিউটার ফুগাকুর মাধ্যমে করা ওই গবেষণায় দেখা যায়, প্রায় ১০০ শতাংশ বায়ুচালিত ড্রপলেট পাঁচ মাইক্রোমিটার থেকেও ছোট যা অনায়াসে প্লাস্টিক ফেস শিল্ডের মধ্যে দিয়েই শরীরে ঢুকতে পারে৷

গবেষণায় বাতাসে ভাসমান বিভিন্ন মাপের বায়ুকণা ও ড্রপলেট পরীক্ষা করা হয়৷ এবং তারপর ফেসশিল্ড কীভাবে সেগুলোকে আটকাচ্ছে, তাও দেখা হয়৷ অর্থাৎ সেই ভাসমান বায়ুকণা প্রতিরোধে কতটা ক্ষমতা রাখে ফেস শিল্ড, সেটাই ছিল পরীক্ষার মূল বিষয়৷

রিকেন কম্পিউটেশনাল সায়েন্সের টিম লিডার এবং গবেষণা দলের প্রধান মোকোতো সুবকুরা জানান,ছোট ড্রপলেটগুলি খুব সহজেই ফেস শিল্ডের ভেতর দিয়ে গলে গিয়ে শরীরে প্রবেশ করে। তাই বলা যায় যে করোনা প্রতিরোধে ফেস শিল্ডের চেয়ে মাস্ক পরা ভালো।

গবেষণায় বলা হয়েছে যে , যাদের মাস্ক পরতে নিষেধ করা হয়েছে, যেমন ছোট বাচ্চারা, তাদের জন্য ফেস শিল্ড কার্যকারী৷ তবে সেটাও বাইরে এবং বাড়ির ভিতরে থাকলেও, পরতে হবে এমন জায়গায় যেখানে ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে। কারণ এরোসোল ট্রানমিশন ও ভেন্টিলেশনই হল করোনার জীবাণু ছড়ানোর প্রধান উৎস৷

-জেডসি