ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১১:১৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেপালে ভূমিধসে ১২ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নেপালের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটা এই দুর্ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই নেপালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিপাত আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।

কর্মকর্তারা বলছেন, নেপালের পশ্চিমাঞ্চলীয় ওয়েলিং পৌরসভায় ভূমিধসের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে আরও চারজন নিখোঁজ রয়েছেন।

এ দিকে ভূমিধসে নেপালের সায়াংজা জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং পালপা জেলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা পৌরসভাতেও আরেক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের পালপা জেলায় ভূমিধসের পর পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পর নেপালের পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

-জেডসি