ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৪:১৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার সব ভ্যাকসিনই কাজ করবে, এমন নিশ্চয়তা নেই: হু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী বছরের শুরুতে প্রাণঘাতী ভাইরাস করোনার ভ্যাকসিন মিলতে পারে বলে অনেকে আশাবাদী হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনার সব ভ্যাকসিনই যে কাজ করবে, এমন নিশ্চয়তা দেয়া সম্ভব নয়।

একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমরা কোনো গ্যারান্টি দিতে পারব না যে পরীক্ষাধীন সব ভ্যাকসিনই কার্যকরী হবে। যত বেশি স্বেচ্ছাসেবকদের উপর আমরা পরীক্ষা করতে দেব, তত একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের খোঁজ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।

আধানম গেব্রিয়েসুস আরও বলেন, প্রায় দু’শ ভ্যাকসিন নিয়ে কাজ চলছে গোটা বিশ্বে। ভ্যাকসিন তৈরির ইতিহাস আমাদের বলে দিচ্ছে, কেউ কেউ ব্যর্থ হবে, আবার কেউ সফল হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এটা কোন চ্যারিটির বিষয় নয়। একসঙ্গেই আমাদের ডুবতে হবে বা ভাসতে হবে। এই মহামারিকে খতম করতে এবং গোটা বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করার দ্রুততম পথ হল, সব দেশেরই কিছু কিছু মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা। কিছু কিছু দেশের সব মানুষের শরীরে তা প্রয়োগ নয়।

সব দেশকে করোনার ভ্যাকসিন নিয়ে একযোগে কাজ করার পরামর্শ দিয়ে টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, করোনার ভ্যাকসিন আবিষ্কার যেকোন প্রতিযোগিতা নয়, করোনা প্রতিষেধক আবিষ্কার করা সব দেশেরই মূল লক্ষ্য। তবে যে দেশগুলি গবেষণায় এগিয়ে আছে, তাদের উচিত বাকিদের সাহায্য করা।


-জেডসি