প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন সাকিব
ক্রীড়া ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার বিকেলে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী সঙ্গে পরিবারসহ একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানান সাকিব।
শুভেচ্ছা বার্তায় সাকিব বলেন, বিশেষ দিনে আপনাকে জানাই শুভেচ্ছা। আমাদের অন্তহীন ভালবাসা, কঠোর পরিশ্রম এবং দেশের জন্য ত্যাগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা সবাই আপনাকে অনুসরণ করে বাংলাদেশকে আরও শক্তিশালী দেশ হিসেবে গড়তে চাই। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। যাতে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।
গত বছর আর্ন্তজাতি ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া সাকিব অপেক্ষায় রয়েছেন মাঠে ফেরার। এরই মধ্যে বিকেএসপিতে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।
-জেডসি
