ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৮:৫৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মৌসুমি সংক্রমণ ব্যাধিতে রূপ নিতে পারে করোনা: হু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আসন্ন শীতে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ নতুন রূপ নিতে পারে এবং এটি মৌসুমী ভাইরাসে রূপান্তর হতেও পারে। বিশেজ্ঞদের আশঙ্কা শীত মৌসুমে করোনার দ্বিতীয় সংক্রমণে অনেক মানুষ মারা যেতে পারে।

করোনা ভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ।

সোমবার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে করোনা ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করে হ্যান্স ক্লুগ বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।

তিনি আরো বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।

গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে রোগটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে।

চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত তিন কোটি ২৮ লাখ লোক করোনায় আক্রান্ত এবং ১০ লাখ লোক মারা গেছে।

-জেডসি