নারী-শিশুসহ রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ফরিদপুরে এনজিও'র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত :
মিয়ানমারের রাখাইন প্রদেশে নারী-শিশুসহ অবাদে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন বেসরকারি সংস্থাসমূহ (এনজিও) মানববন্ধন করেছে। সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচিতে বিভিন্ন এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেছেন, রাখাইন প্রদেশে যেভাবে রোহিঙ্গারে হত্যা করা হচ্ছে তা অমানবিক। বিশেষ করে নারী ও শিশুদের ওপর নির্যাতন মেনে নেয়া যায় না। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগতে হবে। এ গণহত্যা বন্ধ করতে হবে।
তারা বলেন, রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, নির্যাতিন ও দেশত্যাগ চলছে। বাংলাদেশে এরই মধ্যে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। যার অধিকাংশ নারী এবং শিশু। মিয়ানমারের রাখাইন প্রদেশ এক মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।
কর্মসূচিতে বক্তব্য দেন মো. আজহারুল ইসলাম, সুরেশ চন্দ্র হালদার, আ ন ম ফজলুল হাদী সাব্বির, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, মাহবুবুল ইসলাম পিকুল, কাজী আশরাফুল হাসান, জাহাঙ্গীর আলম, আসমা আক্তার মুক্তা প্রমুখ।
রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সব ধরনের নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ বন্ধ করতে বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে।
