ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৯:০০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: ডর্‌প

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: ডর্‌প

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: ডর্‌প

নোয়াখালীতে দুস্কৃতকারীদের হাতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় নারীর মানবাধিকার চরমভাবে লঙ্গীত হচ্ছে। এ অবস্থায় সরকারসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আরো সজাগ ও এ ধরণের কর্মকান্ডের বিচার দ্রুততার সাথে সম্পাদন করার জন্য আহবান জানিয়েছে বেসরকারি সংস্থা ডরপ এর জেন্ডার ওয়াচ কমিটি।

আজ বৃহস্পতিবার ডরপ-এর জেন্ডার ওয়াচ কমিটির পক্ষ থেকে সভাপতি রুবিনা ইসলাম ও সহ-সভাপতি সামছুন নাহার এক বিবৃতিতে জানান, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশব্যাপী বিবৎস নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় সবার জন্য এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে তারা আরো জানান, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে। আইনের সুষ্ঠু ও দ্রুততার সাথে প্রয়োগ এবং সমাজের বিবেকবান ও সম্মানিত ব্যক্তি তথা তরুণ সমাজকে নারী নির্যাতন রোধে সোচ্ছার হয়ে পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে।