ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ২১:৫৬:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেকারত্বই আগামীর সবচেয়ে বড় ঝুঁকি: ডব্লিউইএফ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামীতে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বেকারত্ব সমস্যাকেই সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম- ডব্লিউইএফ।

সম্প্রতি ১২৭ দেশের ১২ হাজার ব্যবসায় পরিচালনাকারী প্রধানদের মধ্যে জরিপ চালিয়ে এই ফলাফলের কথা জানিয়েছে- ডব্লিউইএফ। সংস্থাটির জরিপে স্বাস্থ্যঝুঁকি রয়েছে দ্বিতীয় অবস্থানে আর তৃতীয় অবস্থানে অর্থবছরের আর্থিক ব্যবস্থাপনা ঝুঁকি।

আগামীতে ব্যবসা টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান প্রধান বাধাগুলি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত হলেও প্রকৃতি সম্পৃক্ত ঝুঁকিও আশঙ্কা বাড়াচ্ছে। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়, অতিরিক্ত গরম আবহাওয়া আর জীববৈচিত্র্যের হ্রাস উল্লেখযোগ্য সূচক হিসেবে আমলে নেয়ার তাগিদ দিয়েছেন ডব্লিউইএফ’র ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জাহিদি।

জাহিদি উল্লেখ করেন, বেকারত্ব বাড়ছে মহামারির কারণে। শুধু যে এজন্য তা নয়। অটোমেশনও এজন্য দায়ী। সবুজ অর্থনীতির এগিয়ে চলাও বেকারত্ব বাড়াচ্ছে। কারণ, এগুলোই কাজের ধরনে মূল পরিবর্তন আনছে।

তিনি বলেন, আমরা যখন সংকট থেকে উঠে এসেছি, তখন নতুন করে উল্লেখযোগ্য পরিমাণ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সামাজিক সুরক্ষা বলয়ের ফাঁটল বন্ধ করার ক্ষেত্রেও শ্রমবাজারে কর্মীদের টিকিয়ে রাখার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে যেতে হয়েছে।  

আগামীতে মহামারি করোনার ঝুঁকি প্রসঙ্গে জুরিখ ইন্সুরেন্স গ্রুপের প্রধান ঝুঁকি কর্মকর্তা পিটার গিগার সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদী ঝুঁকি মোকাবিলায় বিশ্ব যখন এগিয়ে চলছিল তখন করোনা এই গতি কমিয়ে দিয়েছে। এমনকি আগামীর ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যবসায়ী নেতাদের ভ্রান্তিতেও ফেলেছে এই করোনা।

তবে তিনি মনে করেন, এই মহামারি অনেকের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বড় ধরনের ইতিবাচক ভূমিকা রেখেছে। এই মহামারি অবশ্যই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার মতো ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলাতেও টেকসই কৌশল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

-জেডসি