ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৮:৫৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ ১০ অক্টোবর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ ১০ অক্টোবর

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ ১০ অক্টোবর

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ ১০ অক্টোবর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ’।

সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। পৃথক বাণী দিয়ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার দিন। এটি ১৯৯২ সালে প্রথম পালন করা হয়। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে পালন করা হয়। 

মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়বে, এই সচেতনতা বৃদ্ধি করাই এবারের মূল উদ্দেশ্য।