ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৬:২৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফরাসি ওপেনের শিরোপা জিতলেন ইগা স্যুয়াতেক

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ান ওপেন জেতা সোফিয়া কেনিনকে হারিয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন ইগা স্যুয়াতেক। এটি তার প্রথম গ্ল্যান্ড স্ল্যাম শিরোপা। একই সঙ্গে পোল্যান্ডের হয়ে কোনো গ্র্যান্ড স্লাম আসরের এককে শিরোপা জেতা এটিই প্রথম।

শনিবার (১০ অক্টোবর) প্যারিসের রোলাঁ গারোঁয় নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তারকা কেনিনকে ৬-৪, ৬-১ সেটে হারান ১৯ বছর বয়সী  স্যুয়াতেক। টুর্নামেন্টে কোনো সেট না হেরেই শিরোপা জিতলেন এই কিশোরী।

১৯৯২ সালের চ্যাম্পিয়ন মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতলেন স্যুয়াতেক। এই পোলিশ তারকা এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালে পা রেখেছিলেন।

র‌্যাঙ্কিংয়ের ৫৪ নম্বর বাছাই তারকা স্যুয়াতেকের অবশ্য জুনিয়র উইম্বলডন শিরোপা জয়ের কৃতিত্ব আছে। তবে এই আসরে ফেভারিটদের তালিকায় তাকে কেউ রাখেননি।

স্যুয়াতেক অবশ্য বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়ে এগিয়েছেন। চতুর্থ রাউন্ডে যেমন এই স্যুয়াতেকই বিদায় করেছিলেন ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা সিমোনা হালেপকে।

১৯৩৯ সালের পর প্রথম কোনো পোলিশ তারকা হিসেবে ফরাসি ওপেনে মেয়েদের এককে ফাইনালে উঠেছিলেন।

-জেডসি