ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ২:২৯:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজীপুরে জুতা তৈরির কারখানায় আগুন, নারীর দগ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এফবি ফুটওয়্যার লিমিটেড কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। পরে কারখানার ভেতর থেকে রবিবার (১১ অক্টোবর) সকালে অগ্নিদগ্ধ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধার হওয়া ওই নারীর নাম- গোলাপী আক্তার (৩৩)। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার বারাবাড়ির হাটা সরদারপাড়া গ্রামের আইনুল হোসেনের স্ত্রী। নিহত গোলাপী ওই জুতা তৈরির কারখানায় আউট সোল হেল্পার হিসেবে কাজ করতেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ওই জুতা কারখানায় লাগা আগুন রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এ আগুন লাগার ঘটনায় নিখোঁজ ছিলেন গোলাপী আক্তার। পরে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় মধ্যরাতে নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধ্বংসস্তূপ থেকে কুণ্ডলী আকারে ধোঁয়া বের হচ্ছে।

-জেডসি